ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪ হাজার ছাড়াল

0
137

ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৫ অক্টোবর ইসরায়েলে হাজার হাজার রকেট হামলা চালায়। জবাবে গত ১৪ দিন ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে লক্ষ্য করে বিরতিহীনভাবে বোমা ছুড়ে যাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী। এতে গাজায় ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে মৃত্যুর নতুন সংখ্যা জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা। খবর আল জাজিরার।

মুখপাত্র আশরাফ জানিয়েছেন, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ১৩৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার মধ্যে শিশুই হলো ১ হাজার ৬৬১ জন। এছাড়া ইসরায়েলের হামলায় ১৩ হাজার ২৬০ জন আহত হয়েছেন। বর্তমানে গাজায় ৪ হাজার মানুষ নিখোঁজ আছেন।

আরো পড়ুন, গণতন্ত্র ধ্বংস করছে হামাস ও পুতিন, তাদের জিততে দেব না: বাইডেন

ইসরায়েলের বোমা হামলা থেকে মসজিদ, গির্জা, বাড়ি-ঘর কোনো কিছুই বাদ পড়ছেনা। গত ১৭ অক্টোবর গাজায় উপত্যকার আল-আহলি আল-আরাবি হাসপাতালে বোমা হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বোমা হামলায় ১৮ নিহত হয়। একই দিন অর্থোডক্স চার্চে বোমা হামলা চালায় ইসরাইল। এতে অন্তত ৮ জন নিহত হয়।