কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ২০ জুয়াড়ি গ্রেফতার

0
232

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ১৭ অক্টোবর সোমবার দিবাগত রাত ১২ টা ০৫ ঘটিকার সময় লবণচরা থানাধীন প্রত্যাশা আবাসিকে জনৈক রফিকুল সাহেবের বাড়ীর ভিতরের কক্ষ হতে জুয়া খেলার সময় জুয়াড়ি ১) মোঃ ডালিম হাওলাদার(২৫), পিতা-মৃত: হেমায়েত হাওলাদার, সাং-বাগমারা খানজাহান আলী গলি, থানা-খুলনা; ২) মোহাম্মদ আলী(৪৫), পিতা-মৃত: খলিল, সাং-নিরালা, থানা-খুলনা; ৩) মোঃ বাবলু(৫৯), পিতা-মৃত: শওকত আলী, সাং-বাগমারা আল আমিন গলি, থানা-খুলনা; ৪) মোঃ পলাশ মোল্লা(৩৪), পিতা-লিয়াকত মোল্যা, সাং-সবুজবাগ, থানা-লবণচরা; ৫) মোঃ বাবলু হাওলাদার(৪৮), পিতা-মৃত: ইউসুফ হাওলাদার, সাং-পশ্চিম টুটপাড়া মাওলা বাড়ির মোড়, থানা-খুলনা; ৬) ইউনুছ ফরাজী(৬০), পিতা-মৃত: নূর মোহাম্মদ ফরাজী, সাং-মাথাভাঙ্গা, থানা-লবণচরা; ৭) পারভেজ আনোয়ার(৩৮), পিতা-মোশারফ হোসেন, সাং-হরিণটানা রিয়াবাজার, থানা-লবণচরা; ৮) শামীম হাওলাদার(৩২), পিতা-মৃত: মজিদ হাওলাদার, সাং-মিস্ত্রিপাড়া, থানা-খুলনা; ৯) মোঃ অপু শেখ(৩৫), পিতা-মৃত: গোলাম শেখ, সাং-বানিয়াখামার পূর্ব রাস্তার মাথা, থানা-খুলনা; ১০) মশিউর রহমান(৪৫), পিতা-মৃত: শের আলী, সাং-মিস্ত্রিপাড়া খালপাড়, থানা-খুলনা; ১১) মোঃ রফিকুল ইসলাম(৪০), পিতা-মৃত: দেলোয়ার হোসেন, সাং-৫নং কাশেম সড়ক, থানা-খুলনা; ১২) আকরাম মোল্যা(৫৫), পিতা-মৃত: আছালত, সাং-উত্তর হরিণটানা, থানা-লবণচরা; ১৩) মোঃ ফিরোজ বেপারী(৪০), পিতা-মৃত: আজিজ বেপারী, সাং-বাগমারা ২য় লেন, থানা-খুলনা; ১৪) মোঃ শাহিন শেখ(৩৫), পিতা-জাহাঙ্গীর শেখ, সাং-৫নং রোড নিরালা আ/এ, থানা-খুলনা; ১৫) মহিদুল হাওলাদার(৩৪), পিতা-মৃত: রফিজ উদ্দিন, সাং-বাগমারা মেইন রোড, থানা-খুলনা; ১৬) মনির হোসেন(২৮), পিতা-নান্নু শেখ, সাং-নিরালা প্রান্তিকা, থানা-খুলনা; ১৭) শাহীন হাওলাদার(৩৩), পিতা-মৃত: আঃ আজিজ হাওলাদার, সাং-রিয়াবাজার জব্বার সড়ক, থানা-লবণচরা; ১৮) সত্তার শেখ(৫৪), পিতা-মৃত: আঃ জব্বার, সাং-পূর্ব বানিয়াখামার রাস্তার মাথা, থানা-খুলনা; ১৯) মাহবুব খাঁ(৪৮), পিতা-মৃত: মান্নান, সাং-মাথাভাঙ্গা, মধ্যপাড়া, থানা-লবণচরা এবং ২০) কাজী রনি(৩৮), পিতা-কাজী ইমামুল, সাং-বাগমারা রহিম সড়ক, থানা-খুলনা, খুলনা মহানগরী’দের কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জুয়াড়িদের নিকট হতে নগদ ১৫,৯১০ (পনেরো হাজার নয়শত দশ) টাকা এবং তাস আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে লবণচরা থানার মামলা নং-১৮, তারিখ-১৭/১০/২০২৩ , ধারা-১৮৬৭ সনের জুয়া আইন ৩/৪ রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সদর দপ্তরের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার ( এডিসি , হেডকোয়ার্টার , কেএমপি ) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-সেবা, ১৯ অক্টোবর বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।