নির্বাচনের ‘ব্যালট বাক্স’ বিতরণ শুরু

0
96

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য কেনা ব্যালট বাক্স বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

অশোক কুমার দেবনাথ বলেন, আগামী বছরের শুরুতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তাই ভোট গ্রহণের জন্য কেনা ব্যালট বাক্স আজ (বৃহস্পতিবার) থেকে বিতরণ করা শুরু হয়েছে। সামনে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা। পূজার পর নির্বাচনের বাজেট ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এবার জাতীয় নির্বাচনে ব্যয় বাড়ছে জানিয়ে ইসির অতিরিক্ত সচিব বলেন, আগামী নির্বাচনের বাজেট বাড়বে। তবে কত টাকা বাড়বে সেটি নিশ্চিত করেননি তিনি। উল্লেখ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ব্যয় হয়েছিল প্রায় ৭০০ কোটি টাকা।