খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে ল্যাপটপ ও চুরির সরঞ্জামাদিসহ গ্রেফতার ৪

0
98

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গোপন সংবাদের ভিত্তিতে ১৫ অক্টোবর তারিখ পুলিশ সুপার জনাব, মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা এঁর সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) শেখ ইমরুল করিম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা হতে গত-১৫/১০/২০২৩ খ্রি. ০৪(চার) জনকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের হেফাজত হতে ০১(এক) টি WALTON Laptop, ০৪ টি এন্ড্রয়েড ফোন, ০১ টি কালো ব্যাগ, চুরিকাজে ব্যবহৃত ১ টি লোহার শাবল, ০১ টি স্লাইড রেঞ্জ, ০১ টি প্লায়ার্স, ০১টি বড় স্কুড্রাইভার উদ্ধার করা হয়। এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে রূপসা থানায় ধৃত আসামীদের বিরুদ্ধে পেনাল কোড আইনে মামলা দায়ের করেন। উল্লেখ্য যে, ১ নং আসামী সাগর মোল্যা একজন পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তার নামে ইতিপূর্বে ০২ টি চুরি মামলা রয়েছে।

খুলনা জেলা ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৬ অক্টোবর সোমবার তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য জানানো হয় ।