জর্ডান ফিলিস্তিনি শরণার্থীদের নেবে না: বাদশাহ আবদুল্লাহ

0
137

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, তার দেশ ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণ করতে প্রস্তুত নয়। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরার।

বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেন, জর্ডান ও মিশরে কোনো শরণার্থী থাকবে না। আমি মনে করি এটি কিছু সন্দেহভাজনদের দ্বারা স্থলে বাস্তবিক সমস্যা তৈরির পরিকল্পনা। তাই গাজার মানবিক পরিস্থিতি গাজার ভেতরেই মোকাবিলা করা উচিত।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত রোধে সবকিছু করা দরকার উল্লেখ করে বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেন, সহিংসতার নতুন চক্র আমাদের অতল গহ্বরের দিকে নিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত ১১তম দিনে গড়িয়েছে। এর মধ্যে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে প্রায় এক হাজার ৪০০ জন। আহত হয়েছে সাড়ে তিন হাজার জন।

অপরদিকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত দুই হাজার ৮০৮ জন, যাদের এক তৃতীয়াংশ শিশু। আহত হয়েছে প্রায় ১০ হাজার ৮৫৯ জন।