গুচ্ছে মাইগ্রেশন চালুর দাবিতে হাইকোর্টে রিট

0
124

গুচ্ছ ভর্তির ক্ষেত্রে আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালু রাখার দাবিতে রিট আবেদন করেছেন কয়েকজন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ২০ শিক্ষার্থীর পক্ষে হাইকোর্টে রিট আবেদনটি করেন তাদের আইনজীবী হামিদুল ইসলাম। রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চে এ আবেদনের ওপর প্রাথমিক শুনানি হয়।

অ্যাডভোকেট হামিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আবেদনকারীর পক্ষে তিনি শুনানি করেছেন। তবে ভর্তি কমিটির পক্ষে সময়ের আবেদন করায় সোমবার শুনানির জন্য রাখা হয়েছে।

রিটে উল্লেখ করা হয়, গুচ্ছ ভর্তির সকল পর্যায়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ও বিষয় ভিত্তিক মাইগ্রেশন চালু রেখে চূড়ান্ত ভর্তি নেওয়া হয়েছে। অথচ গত ৮ ও ৯ অক্টোবর পঞ্চম ধাপে ভর্তির ক্ষেত্রে মাইগ্রেশন বন্ধ রাখার কথা বলা হয়। ফলে মেধাক্রমে এগিয়ে থাকা শিক্ষার্থীদের চেয়ে অনেক কম নম্বর পাওয়া শিক্ষার্থীরা ভালো বিশ্ববিদ্যালয় ও ভালো বিভাগে ভর্তির সুযোগ পেয়ে যাচ্ছেন।

এছাড়া মাইগ্রেশন বন্ধ রাখার কারণে ভর্তি পরীক্ষায় অধিক নম্বর পাওয়া শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় নিয়ম অনুযায়ী মাইগ্রেশন চালু রেখে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে রিটে আদালতের নির্দেশনা চেয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে গত ৫ অক্টোবর আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালু রেখে পঞ্চম ধাপে ভর্তি নিতে শিক্ষাসচিব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্টার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ পাঠান শিক্ষার্থীরা। তবে সেই নোটিশের যথাযথ জবাব না পাওয়ায় রিট আবেদন করেন তারা। এ বিষয়ে আদালত থেকে নির্দেশনা আসলে গুচ্ছ কমিটি বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।