সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের

0
112

গাইবান্ধার সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে নায়েব আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৮ অক্টোবর) বিকেলে ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নায়েব আলী ওই গ্রামের মৃত রউফ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩ টার দিকে নায়েব আলী বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে বাঁশের পাতা ছিঁড়তে যায়। তখন একটি বাঁশ হেলে বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে লেগে যায়। এতে বাঁশটি বিদ্যুতায়িত হয়। এসময় নায়েব আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।