কেএমপি’র মাদক বিরোধী অভিযানে গাঁজা এবং ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৭

0
134

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ নাদিমুলইসলাম(২৮), পিতা-মোঃ জাকিরহোসেন, সাং-কাতিয়ানাংলা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা; ২) মিঠুনকর্মকার(২৮), পিতা-তারক কর্মকার,সাং-তাড়াইল, থানা-মোকসুদপুর,জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-শিববাড়ী সিটি ইন হোটেলের পিছনে,থানা-সোনাডাঙ্গা; ৩) মোঃ রফিক(২৭),পিতা-নান্না মিয়া, সাং-কামারোল আবাসন প্রকল্প, থানা-তেরখাদা,জেলা-খুলনা, এ/পি সাং-বাইতিপাড়া,থানা-খালিশপুর; ৪) রিপন হাওলাদার(২৯), পিতা-আজিমহাওলাদার, সাং-কাস্টম মোড় থানা-খালিশপুর; ৫) মোঃ রুবেল(৪০),পিতা-মধু মিয়া, সাং-দৌলতপুররেলওয়ে ষ্টেশন সংলগ্ন, থানা-দৌলতপুর; ৬) শহিদুল ইসলামখান(৩৫), পিতা-সুরবাত খান, সাং-গিলাতলা খাঁ পাড়া, থানা-খানজাহানআলী এবং ৭) রাশেদ খান লিটু(৪৫),পিতা-মৃত: আব্দুল মালেক খান, সাং-গিলাতলা খাঁ পাড়া, থানা-খানজাহানআলী, খুলনা মহানগরীদে’কে খুলনামহানগরীর বিভিন্ন থানা এলাকা হতেগ্রেফতার করা হয়েছে। উপরোক্তমাদক কারবারিদের নিকট হতে ০১কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ৬০ পিসইয়াবা ট্যাবলেট আলামত হিসেবেউদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তেগ্রেফতারকৃত মাদক কারবারিদেরবিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৬ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি’র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ৩ অক্টোবর মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।