শ্রীমঙ্গলে ফ্রী অক্সিজেন ও নেবুলাইজার সেবা প্রদান করেছে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন

0
93

কে এস এম আরিফুল ইসলাম, ডিভিশনাল চিফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল সদর ইউনিয়ের উত্তর ভাড়াউড়া গ্রামে ফাতেমা আক্তার (৩০) নামে এক বোনকে ফ্রী অক্সিজেন ও নেবুলাইজার সেবা প্রদান করেছে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন

সোমবার (৩ আগস্ট) বিকাল ৪,১৫ মিনিট হতে সন্ধা ৬.৪৫ মিনিট পর্যন্ত স্বাস্থ্যবিধির নিয়ম-কানুন পূর্ণাঙ্গভাবে মেনেই উক্ত সেবাটি প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার (জুনেদ), জেলা টিম সমন্নয়কারী সুমন আহমদ, শ্রীমঙ্গল উপজেলা টিম প্রধান নুর আলম নুরু, সহকারী টিম সমন্নয়কারী কে এস এম আরিফুল ইসলাম।

উল্লেখ যে, তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা জুড়েই ফ্রিতে অক্সিজেন ও নেবুলাইজার সেবা প্রদান করা সহ করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী যে কোন ধর্মের লোকের এই দাফন-কাফন বা সৎকার করে আসছে ধর্মীয় রীতি অনুযায়ী।