হিলিতে বিনামুল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরন

0
84

হিলি প্রতিনিধি: ডালের আমদানি নির্ভরতা কমাতে ও মাসকলাই এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৩০জন কৃষক-কৃষনীর মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।

কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুর ১২টায় উপজেলা কৃষক প্রশিক্ষন হলরুমে এসব বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা কৃষকদের হাতে এসব তুলে দেন। প্রত্যেক কৃষককে ৫ কেজি করে মাসকলাই ডালের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিতরন করা হয়। সেই সাথে এসব মাসকলাই কিভাবে আবাদ করতে হবে ও রক্ষানাবেক্ষন করতে হবে সেসম্পর্কে কৃষকদের পরামর্শ প্রদান করেন কৃষি কর্মকর্তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগমের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মেজবাহুর রহমানসহ অনেকে।