জার্মান চার্জ দ্যা অ্যাফেয়ার্সের সাথে এনডিএম মহাসচিবের বৈঠক

0
114

ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স ইয়ান রুল্ফ ইয়ানোভস্কির সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন এনডিএম এর ভারপ্রাপ্ত মহাসচিব মোমিনুল আমিন। রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়৷ এসময় আরও উপস্থিত ছিলেন দূতাবাসটির পলিটিক্যাল এটাশে জিলকে শিমার এবং প্রেস এবং পলিটিক্যাল অফিসার শার্নিলা নুজহাত কবির।

বৈঠক শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এনডিএম এর ভারপ্রাপ্ত মহাসচিব মোমিনুল আমিন বলেন, “ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব স্থানীয় দেশ হিসাবে জার্মানি আমাদের অন্যতম উন্নয়ন অংশীদার। বিশ্বের সব গণতন্ত্রকামী দেশের মত জার্মানিও আমাদের দেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে যথেষ্ট খোঁজ খবর রাখছে।”

মোমিনুল আমিন বলেন, “নির্বাচন প্রক্রিয়া কি হবে সেটা আমাদেরই ঠিক করতে হবে৷ আমরা জার্মান সরকারের প্রতিনিধির কাছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করেছি৷ ঠিক কি কারণে একটি নিরপেক্ষ সরকার এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া অবাধ এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন এই সরকারের অধীনে সম্ভব নয় সেই বিষয়ে আমাদের দলীয় বক্তব্য তুলে ধরেছি।”

তিনি বলেন, “উন্নয়ন সহযোগী দেশ হিসাবে জার্মানি এদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জাতীয় নির্বাচন দেখতে চায়৷ সুশাসন, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন ইত্যাদি বিষয়ে বাংলাদেশের পাশে থাকতে চায় দেশটি৷ আগামীতে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কীভাবে আরও জোরদার হতে পারে সেসব বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।”