এবার বিপিএল থেকেও ছিটকে গেলেন পেসার এবাদদ হোসেন

0
115

বিশ্বকাপের পর এবার ফ্রাঞ্চাইজি লিগ বিপিএলেও খেলতে পারবেন না পেসার এবাদদ হোসেন। এশিয়া কাপের আগেই ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন এবাদদ। হাটুর ইনজুরির কারণে পুনর্বাসনে আছেন তিনি।

ধারণা করা হয়েছিল, বিশ্বকাপের আগে সুস্থ্য হবেন এবাদদ। তাই বিপিএলের খেলোয়াড় নিলামে তার ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ টাকা। সেখানেই এলো দুঃসংবাদটা।

সহসাই মাঠে ফেরা হচ্ছে না এই পেসারের। ৬ থেকে ৭ মাস সময় লাগবে মাঠে ফিরতে। ফলে জানুয়ারিতে হতে যাওয়া বিপিএলে খেলতে পারবেন না টাইগার তারকা পেসার এবাদদ হোসেন।