ঘাটাইলে সবার প্রিয় শিক্ষক শাসুজ্জামান স্যার আর নেই

0
79

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল গণ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সকলের প্রিয় শিক্ষক এ কে এম শামসুজ্জামান স্যার আর নেই। গত শনিবার পবিত্র ঈদুল আযহার দিন দুপুরে ঢাকার বাস ভবনে বাধ্যর্কজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহহি——রাজেউন) । তিনি ১৯৬৮ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত বিদ্যালয়টির প্রধান শিক্ষক ছিলেন । দীর্ঘ দুই যুগে বিদ্যালয়টিকে একটি সত্যিকারের গুরুসদন হিসাবে গড়ে তোলার মূল কারিগর ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন পুত্র ও তিন কন্যা সহ অসংখ্য ছাত্র ও গুনগ্রাহী রেখে গেছেন।

তার প্রথম জানাযা নামাজ শনিবার বিকালে ঢাকায় দ্বিতীয় জানাযা নামাজ বাদ এশা তার প্রিয় বিদ্যালয় সংলগ্ন ঘাটাইল সদর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। তার তৃতীয় জানাযা নামাজ ২ আগষ্ট রোববার সকাল ১০ টায় টাঙ্গাইলের কেন্দ্রিয় গোরস্থান মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে টাঙ্গাইলের কেন্দ্রিয় গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, ঘাটাইল প্রেসক্লাব, বংশাই সাহিত্য সংসদ. মাধ্যমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।