কিউইদের বিপক্ষে নামছে বাংলাদেশ, বৃষ্টির শঙ্কা

0
108

বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে আজ। প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তামিম-মাহমুদুল্লাহ ও সৌম্যদের ব্যাটিং পর্যবেক্ষণের সুযোগ পায়নি বিসিবি ও দর্শকরা। এদিকে দ্বিতীয় ম্যাচেও রয়েছে বৃষ্টির শঙ্কা। মিরপুরে ম্যাচটি শুরু হবে আজ শনিবার দুপুর ২টায়।

বিশ্বকাপের দল নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। তাই নিউজিল্যান্ড সিরিজটি নির্বাচকদের জন্য মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মাহমুদুল্লাহ ও সৌম্য সরকারের জন্য।

কিন্তু এই দুই দলের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পণ্ড হওয়ায় হতাশ সবাই। খেলা বন্ধ হওয়ার আগে ৩৩ দশমিক ৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল কিউইরা। মোস্তাফিজ ৩ ও নাসুম নেয় ২ উইকেট।

বাংলাদেশের ওপেনিং ও সাত নম্বরে যে সমস্যা রয়েছে, তা ঠিক করার এই সিরিজে দ্বিতীয় ম্যাচ পুরোটাই খেলতে চায় বাংলাদেশ। তবে এই ম্যাচেও বৃষ্টির শঙ্কা রয়েছে। নিজেদের পরিকল্পনার পাশাপাশি এখন বৃষ্টি নিয়েও ভাবনায় টিম টাইগার্স।

২০০৮ সালের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডের সিরিজ হারেনি বাংলাদেশ। এবারও সেই ধারা অব্যাহত রাখতে চায় লাল-সবুজ জার্সিধারীরা।