কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে ৪ অনলাইন জুয়াড়ি গ্রেফতার

0
131

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২০ সেপ্টেম্বর বুধবার রাত ১০ টা ১০ মিনিটের সময় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি টিম কর্তৃক অভিযান চালিয়ে উক্ত থানাধীন পল্লীমঙ্গল স্কুলের পাশে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে জুয়া খেলার সময় জুয়াড়ি ১) মোঃ আহাদ মোল্লা(২০), পিতা-মোঃ লাভলু মোল্লা, সাং-পল্লীমঙ্গল; ২) মোঃ রমজান ফরাজী(২৩), পিতা-হাসান ফরাজী, সাং-পৈপাড়া চশমাওয়ালার মোড়; ৩)মোঃ আসিফ(১৯), পিতা-আনোয়ার সরদার, সাং-গোবরচাকা বউবাজার এবং ৪) মোঃ সজল(২৩), পিতা-মোঃ শফিউদ্দিন দফাদার, সাং-পল্লীমঙ্গল, সর্ব থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার নন এফআইআর নং-৩১০/২০২৩, তারিখ-২১/০৯/২০২৩ ইং, ধারা-৯৫ কেএমপি অর্ডিন্যান্স দাখিল করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ ( কেএমপি’র ) সদর দপ্তরের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার ( এডিসি , হেডকোয়ার্টার , কেএমপি ) সোনালী সেন ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।