শ্রীনগরে হিমাগারে মোবাইল কোর্টের অভিযানে আর্থিক জরিমানা

0
129

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ১টি হিমাগারে অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। এ সময় কোল্ড স্টোরেজের ম্যানেজার ও এক আলু ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুরে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন পাটওয়ারী’র কোর্ট উপজেলার আটপাড়া এলাকায় শ্রীনগর কোল্ড স্টোরেজ লিঃ নামক হিমাগারে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে কোল্ড স্টোরেজের ম্যানেজার শিশির আহম্মেদকে (৩৬) দশ হাজার টাকা ও আলু ব্যবসায়ী সুজন দাসকে (৪২) দশ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আঃ ছালাম, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর প্রমুখ।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী জানান, সরকার নির্ধারিত দামে আলু, ডিমসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ অভিযান আদালতের অব্যাহত থাকবে।