গাইবান্ধা আরও ২২ জনের ডেঙ্গু শনাক্ত

0
87
ফাইল ছবি

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪২ ডেঙ্গুরোগী।

বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় গাইবান্ধা সিভিল সার্জন ডাক্তার মো. আব্দুল্লাহেল মাফী বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬০৩ জন। এর মধ্যে ৫৬০ জন সুস্থ হয়েছেন। পলাশবাড়ী উপজেলার একজন রোগী ডেঙ্গুতে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে ১২, গোবিন্দগঞ্জে তিনজন, পলাশবাড়ীতে ছয়জন ও সাঘাটায় একজন নতুন করে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪২ জন রোগী। এর মধ্যে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ২৬ জন, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন, সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন।