ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল আরও একমাস

0
106

ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরও একমাস বাড়ানো হয়েছে। এতে বাংলাদেশে আটকে পড়া প্রায় ১৫ হাজার প্রবাসী ৩১ আগস্টের আগে সেখানে ফিরতে পারছেন না। এ অবস্থায় অনেকেই চাকরি হারানোর শঙ্কায় আছেন।

করোনাভাইরাসের ভুয়া সার্টিফিকেট সংগ্রহ ও সংক্রমণের ঝুঁকির কারণে গেলো জুলাইয়ের শুরুতে বাংলাদেশ থেকে ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইতালি। এই নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ জুলাই শেষ হওয়ার কথা থাকলেও তা আরও এক মাস বাড়িয়েছে কর্তৃপক্ষ। এবার বাংলাদেশসহ ১৮টি দেশকে কালো তালিকাভুক্ত করেছে জসেপ্পে কন্তে প্রশাসন।

এ অবস্থায় বাংলাদেশে আটকে পড়া কয়েক হাজার প্রবাসী ইতালিতে ফিরতে পারছেন না। এতে দেখা দিয়েছে চাকরি হারানোর শঙ্কা।

এক ইতালিয়ান প্রবাসী বাংলাদেশী বলেন, ইতালির সাথে সাথে বাংলাদেশেরও অর্থনীতির উপর অনেক প্রভাব পড়তেছে। ডকুমেন্টের উপর অনেক প্রভাব পড়তেছে। মানুষের জীবন যাত্রায় ও অনেক প্রভাব পড়তেছে।

আরেক ইতালিয়ান প্রবাসী বলেন, বাংলাদেশ সরকারে কাছে উদার্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশে আটকে পড়া ইতালিয়ান প্রবাসীদের যেন তারাতারি ফিরিয়ে আনা হয়।

এদিকে প্রবাসী বাংলাদেশিদের নানা অপকর্মে জড়িয়ে পড়ার খবর প্রতিনিয়তই প্রকাশিত হচ্ছে স্থানীয় গণমাধ্যমে। খুন, ধর্ষণ, দালালির পর এবার মানি লন্ডারিংয়ের অভিযোগ উঠেছে বাংলাদেশিদের বিরুদ্ধে। বাংলাদেশি অধ্যুষিত বাংলা টাউন এলাকা থেকে মানি ট্রান্সফারের ২০ মিলিয়ন ইউরোর সন্ধান পেয়েছে ইতালির “অর্থনৈতিক পুলিশ’।