Uncategorized

নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির

জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আইসিসি।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগের ম্যাচে দুর্নীতির চেষ্টা করা হয়েছিল বলে আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে অভিযোগ গঠন করে আইসিসি। তারা নাসিরসহ মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সংস্থাটি। নাসিরের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী কোডের মোট তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

নাসির সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে ৭৫০ ডলারের বেশি অর্থ মূল্যের উপহার নিয়েছেন বলে অভিযোগ এনেছে এমেরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আইসিসি ইসিবির পক্ষে খেলোয়াড় ও অফিসিয়াল মিলিয়ে আটজনের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের অভিযোগ এনেছে। দ্বিতীয় অভিযোগ, ধারায় তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিকে দুর্নীতি বা ম্যাচ ফিক্সিংয়ের কোনো প্রস্তাব তিনি পেয়েছিলেন কি না, তাকে কোনোভাবে প্ররোচিত করা হয়েছিল কি না তা পরিষ্কার করে বিস্তারিত জানাতে ব্যর্থ হওয়া।

আর তৃতীয় অভিযোগ, সম্ভাব্য দুর্নীতিতে যুক্ত ছিলেন এমন তদন্তের বিষয়ে দুর্নীতির তদন্তে থাকা কর্মকর্তাকে বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন বা তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছেন।

নাসির ছাড়াও অভিযোগ আনা হয়েছে দলের দুই সহ-মালিক কৃষ্ণ কুমার চৌধুরী ও পরাগ সাঙ্গতি, ব্যাটিং কোচ আসহার জাইদি, দুই স্থানীয় ক্রিকেটার রিজওয়ান জাভেদ ও সালিয়া সামান, সহকারী কোচ সানি ধিলন ও টিম ম্যানেজার সাদাব আহমেদের ওপর।

এদের মধ্যে কৃষ্ণ কুমার, পরাগ সাঙ্গতি, আসহার জাইদি, রিজওয়ান, সালিয়া ও সানি ধিলনকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে এবং সবাইকে অভিযোগের জবাব দেওয়ার জন্য ১৯ সেপ্টেম্বর থেকে ১৪দিন সময় দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button