শ্রীনগরে রুসদী উচ্চ বিদ্যাল আন্ত শ্রেণি ফুটবল টুর্নামেন্ট ফাইনালে ৯ম শ্রেণি চ্যাম্পিয়ন
আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে রুসদী উচ্চ বিদ্যালয়ের দ্বি-বার্ষিক আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় ৯ম শ্রেণি চ্যাম্পিয়ন হয়েছে। বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫-ব্যাচের শিক্ষার্থীরা এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন।
সোমবার বিকালে রুসদী গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির নিজস্ব খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে ১০ শ্রেণি বনাম ৯ম শ্রেণির মধ্যকার মুল খেলায় কোন পক্ষ গোল করতে পারেনি। ট্রাইবেকারের মাধ্যমে ৯ম শ্রেণি ৩-২ গোলে ১০ম শ্রেণিকে পরাজিত করে এই গৌরব অর্জন করে। পরে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে ফুটবল টুর্নামেন্টটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীনগর উপজেলার চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন। তন্তর ইউপি চেয়ারম্যান আলী আকবরের সভাপতিত্বে ও রুসদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান শেখের স ালনায় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল বারেক মাস্টার, তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক দুলাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫-ব্যাচ ইউনিটের অন্যতম সদস্য মিহাজউদ্দিন নাসির, শাহ আলম, হাফিজুর রহমান, লিটন শেখ, আমজাত হোসেন, আনোয়ার হোসেন, প্রোজিত দাস, আজাহার মোল্লাসহ শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মো. সাইফুল ইসলাম। আনন্দ ও উৎসবমূখর পরিবেশে ফুটবল খেলা উপভোগ করতে খেলার মাঠে হাজারো মানুষের সমাগম ঘটে।