Uncategorized

বাগেরহাটের রামপাল থেকে হরিণের মাংসসহ আটক ২

স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপাল থেকে হরিণের সাড়ে ৬ কেজি মাংস সহ ২ জনকে আটক করেছে পুলিশ । আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোররাতে রামপাল থানার পুলিশ উপজেলার বাঁশতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সাড়ে ৬ কেজি হরিণের মাংস, একটি মোটরসাইকেল সহ ২ জনকে আটক করে। আটককৃতরা হলো মোংলার সোনাইতলার শওকত সরদার (৩৭) ও রামপালের ব্রী- চাকশ্রীর শেখ হেকমত আলী(৩৯)।

তিনি আরও বলেন, জব্দকৃত হরিণের মাংস, মোটরসাইকেল সহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button