দিনাজপুর

ঘোড়াঘাটে হরিপাড়া গ্রামকে বাল্য বিবাহমুক্ত গ্রাম ঘোষণা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া গ্রামকে আনুষ্ঠানিক ভাবে বাল্য বিবাহমুক্ত গ্রাম ঘোষণা করেন ইউপি সদস্য মিলন মিয়া। এর আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সদের আলী হরিপাড়া গ্রামকে বাল্য বিবাহ মুক্ত গ্রাম হিসাবে ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।

রবিবার সকাল ১১টায় এ উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপি সহযোগিতায় ও বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি ইয়ুথ ভিজিলেন্ট টিম, শিশু ফোরাম ও গ্রাম উন্নয়ন কমিটি আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হরিপাড়া স্বপ্ন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আব্দুল আলিম। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম জালু, হরিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজার রহমান চৌধুরী, ঘোড়াঘাট এপির ম্যানেজার রোলান্ড গমেজ, ইউপি সদস্য সামছুল হক, মিতংগিনী রানী সহ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির প্রোগ্রাম অফিসার মারিও মার্ডী, জেমস তপন মন্ডল, মামুনুর রশিদ, স্টেলা সরেন, আওয়ামী লীগ নেতা বদরুল আনাম সহ শিশুদের অভিভাবকরা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button