অপরাধ নিয়ন্ত্রণে মানুষের সঙ্গে এক হ‌য়ে পুলিশকে কাজ কর‌তে হ‌বে: পু‌লিশ সুপার গাইবান্ধা

0
116

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ সমা‌জে বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এলাকার মানুষের সঙ্গে এক হ‌য়ে পুলিশকে কাজ কর‌তে হ‌বে। সেই সাথে অপরাধ নিয়ন্ত্রণে যেকোন সংবাদ পুলিশকে জানা‌তে সহযোগিতার আহবান জানান তি‌নি।

পলাশবা‌ড়ি থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এসব কথা ব‌লেন পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের এমপি উম্মে কুলসুম স্মৃতি,অনূদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পু‌লিশ সুপার মোহাম্মদ কামাল হো‌সেন।

পলাশবা‌ড়ি থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হো‌সে‌নের সভাপতিত্বে আ‌রো বক্ত‌ব্য রা‌খেন, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার,মোঃ ইব‌নে মিজান, সি সা‌র্কেল উদয় কুমার, পলাশবা‌ড়ি পৌর‌মেয়র গোলাম স‌রোয়ার প্রধান বিপ্লব, গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সহ সভাপ‌তি আবু বক্কর প্রধান,পলাশবা‌ড়ি উপ‌জেলা আওয়ামীলী‌গ সভাপ‌তি উপাধ‌্যক্ষ শা‌মিকুল ইসলাম লিপন, সাধারন সম্পাদক ও মহদীপুর ইউ‌পি চেয়ারম‌্যান তৌ‌হিদুল ইসলাম মন্ডল, বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুর রহমান, বি‌শিষ্ট ব‌্যবসায়ী দীলীপ চন্দ্র, উপ‌জেলা প‌রিষদ ভাইস চেয়ারম‌্যান এসএম র‌ফিকুল ইসলাম, পলাশবা‌ড়ী কেন্দ্রীয় জা‌মে মস‌জি‌দের পেশ ঈমাম মোস্তা‌ফিজুর রহমান রাজা, গণমাধ‌্যমকর্মী সিরাজুল ইসলাম রতন,আশরাফুল ইসলামসহ অ‌নে‌কে।

এ সময় বি‌ভিন্ন ইউ‌নিয়ন থে‌কে আগত বি‌ভিন্ন শ্রেনী পেশার সাধারন মানু‌ষের বি‌ভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অ‌তি‌থি মোহাম্মদ কামাল হো‌সেন। তি‌নি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এলাকাবাসীর সার্বিক সহযোগিতাও কামনা করেন । পু‌রো অনুষ্ঠান‌টি প‌রিচালনা ক‌রেন পলাশবা‌ড়ি থানা ও‌সি তদন্ত দিবাকর অ‌ধিকারী।