ঝিনাইদহ

শৈলকুপায় ১ হাজার দুস্থ-অসহায়দের বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ১ হাজার দুস্থ অসহায় মানুষদের বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদাণ করা হয়েছে। সেই সাথে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকার ঔষধ। শনিবার সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিনামুল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু।

শৈলকুপা উপজেলা পরিষদের প্রয়াত উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন ও তার সহধর্মীনি মরহুমা শেফালী বেগমের স্মরণে আয়োজিত এ ক্যাম্পে ঝিনাইদহ সদর হাসপাতাল, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদাণ করেন।

সেসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সচিব প্রসেনজিৎ কুমার সরকার, শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এস এম মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য খেলাফত বিশ্বাস, আমিরুল ইসলাম, মান্নান বিশ্বাস, আব্দুল মতিন হান্নান, মামুনুর রশিদ, মিজানুর রহমান, আবু মুসা জোয়ার্দ্দার, আনোয়ার হোসেন, কবিতা খাতুন, রাহেলা বেগম, রিজিয়া খাতুন, উপজেলা ছাত্রলীগের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাওন শিকদার, বর্তমান সাংগঠনিক সম্পাদক ইহশানুজ্জামান নিশানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পে হাকিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১ হাজার মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। পরামর্শ ছাড়াও বিনামুল্যে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, ইজিসি, ডেঙ্গু পরীক্ষা ও শেষে ঔষধ বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button