নারায়ণগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত

0
153

রনজিত কুমার পাল, নারায়ণগঞ্জ থেকে: ধর্মীয় সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড গঠন ও হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে সারা বাংলাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সনাতনধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের শতশত নারী পুরুষের অংশ গ্রহণের মধ্য দিয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর)বিকেল চারটার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বিষ্ণুপদ সাহার সভাপতিত্বে ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুশীল দাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস।

এ’মানববন্ধন কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন,

এ’মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লোকনাথ দত্ত, সনারায়ণগঞ্জ জেলা পরিষদের নারী সদস্য রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রীমতি সীমা পাল শিলা, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল,সাধারণ সম্পাদক নিমাই দে, বন্দর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস,সাধারণ সম্পাদক সুজন দাস , বন্দর উপজেলা কমিটির সভাপতি গনেশ পাল, বন্দরের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জের সাধারণ সম্পাদক খোকন বাবু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক রনজিত মন্ডল, মহানগ‌রের সাঃ সম্পাদক নিমাই দে, সাংগঠ‌নিক সম্পাদক অরুন দেবনাথ,, ফতুল্লা থানা পূজা প‌রিষ‌দের সভাপ‌তি প্রদীপ মন্ডল, সাঃ সম্পাদক শিবু দাস, যুগ্ন সাঃ সম্পাদক বি‌রেন দাস, সিদ্ধিরগঞ্জ থানার পূজা উদযাপন পরিষদের সাঃ সম্পাদক খোকন বর্মন, পূজা উদযাপন প‌রিষ‌দের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সাংবা‌দিক উত্তম সাহা, , তি‌লোত্তমা দাস, মমতা কর্মকার, শংকর রায়, অনুপ সাহা, তপন চন্দ্র ধর, বিপ্লব কুন্ড, তপন গোপ সাধু, কৃষ্ণা আচার্য‌্য, বিশ্ব‌জিৎত সাহা,, সুমন দে, দিলীপ দাস, গৌতম সাহা, , দুলাল দাস, বিমল চৌধুরী,সহ অ‌ন্যান্য নেতৃবৃন্দ ।

এ’সময় মানববন্ধন কর্মসূচি পালন কালে বক্তারা বলেন প্রতি জেলায় দেবোত্তর বোর্ড গঠন, হিন্দু ফাউন্ডেশন স্থাপন এবং সংখ্যালঘু সুরক্ষা আইন ও কমিশন গঠনের দাবী ছিলো দীর্ঘদিনের।
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গত নির্বাচনের আগে এনিয়ে প্রতিশ্রুতিও দিয়েছিলেন কিন্তু বাস্তবায়ন হয়নি আমরা আগামী নির্বাচনের আগেই এসব দাবী বাস্তবায়ন দেখতে চাই।
এ’ছাড়াও শারদীয় দুর্গাপূজার জন্য ৩ দিনের সরকারি ছুটির দাবি জানান বক্তারা। সেই সাথে সিদ্ধিরগঞ্জে লক্ষ্মী নারায়ণ কটন মিলে আমাদের শতবর্ষী মন্দির ভাঙচুর করা হয়েছে আমরা প্রশাসনের কাছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।সেখানে এবারও শারদীয় দুর্গোৎসব উদযাপন করব। এ’বিষয়ে আমাদের মাননীয় সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমান এমপি সহ প্রশাসনের সার্বিক সহযোগিতা ও সনাতনধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের সর্বমহলের সক্রিয় সহযোগিতা কামনা করছি।