ধামরাইয়ে অবৈধ সিসা কারখানা উচ্ছেদ ও সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে অর্থদণ্ড

0
164

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের মুসলিম নগর আবাসিক এলাকায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর উন্মুক্তভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা আলাদা করার স্থাপনা উচ্ছেদ করা হয় এবং এই অপরাধে সংশ্লিষ্ট কাজে জড়িত দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের মুসলিম নগর আবাসিক এলাকায় অবৈধ সিসা কারখানায় অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি।

অভিযানে অবৈধ শিশা কারখানার স্হাপনা উচ্ছেদ করেন এবং সংশ্লিষ্ট কাজে জড়িত দুই ব্যক্তি ইমদাদুল (৪২) ,পিতা- সলিমুদ্দিন ও রুবেল (৩২) পিতা- সবুর হোসেন উভয়েরই ঠিকানা গাইবান্ধা উক্ত দুই জনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ’বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন পরিবেশ রক্ষায় ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।