ধামরাইবাসীদের নিয়ে সাংসদ বেনজীর আহমদ এর আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত

0
153

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: mস্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদের আয়োজনে ঢাকা অফিসার্স ক্লাবে ঢাকাস্থ ধামরাইবাসীদের নিয়ে সুধীস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার ঢাকা অফিসার্স ক্লাবে ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি’র আমন্ত্রণে ধামরাই উপজেলার বিশিষ্টজনদের সকলের উপস্থিতিতে সুধীসমাবেশ যেন ধামরাইবাসীদের মিলনমেলায় পরিণত হয়েছিলো।

স্বাগত বক্তব্য শেষে অনুষ্ঠানটির আয়োজক স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ ধামরাই আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ তার নির্বাচনী এলাকার যে সকল ব্যক্তিবর্গ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে (সাবেক ও বর্তমান) রাজধানীতে কর্মরত তাদের সাথে মত বিনিময় করেন।

এ সময় বক্তব্য রাখেন ,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত ও সচিব বীর মুক্তিযোদ্ধা জনাব সোহরাব হোসেন, সাবেক সিনিয়র সচিব ও চিফ অডিটর জেনারেল জনাব মাসুদ আহমেদ, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোঃ আবুল হোসেন, টেকসই ওস নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মুনিরা সুলতানা এনডিসি, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক জিএম বীর মুক্তিযোদ্ধা শ্রী নিতাই চাঁদ দাস, জাকসুর সাবেক ভিপি প্রিন্সিপাল এম এ জলিল, ঢাকা কলেজের প্রাক্তনস অধ্যক্ষ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন মোল্লা, সোস্যাল ইসলামী ব্যাংকস লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা কে এম আসাদুজ্জামান খান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পরিচালক ডা: মোঃ খলিলুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল আলিম খান সেলিম, লে: কর্ণেল (অব.) হেলাল উদ্দিন আহমেদ, হেলথ ইকনোমিকসের সাবেক ডি জি মোঃ সাহাদাৎ হোসেন , হলি ফ্যামিলি হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা: আব্দুল মান্নান, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ডি এম ডি মোঃ খোরশেদ আলম,এসডি আই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামসুল হক,,ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাহিদা বেগম, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমান,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, ,ধামরাইস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লা ও ঢাকা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আশীষ কুমার মজুমদার প্রমুখ।

বিকাল ৫টায় রাজধানী ঢাকার সবেইলি রোডে অফিসার ক্লাবে ধামরাইবাসীর সুধী সমাবেশস গুণীজনদের উপস্থিতিতে পরিণত হয় ধামরাই বাসীর মিলন মেলায়॥এই সমাবেশে ধামরাইয়ের প্রাক্তন ও নবীন প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীগন যেমন সচিব,অতিরিক্ত সচিব,ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষক শিক্ষিকা,
পুলিশ,আর্মি,কলেজের শিক্ষক শিক্ষিকা,আইনজীবী, বিভিন্ন ইউনিয়নের প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানবৃন্দ, গায়ক গায়িকা ও সমাজের বিভিন্ন স্তরের সুধীজন নিয়ে সুন্দর এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করেন।