কেএমপি’র লবণচরা থানা পুলিশ কর্তৃক ৪ পিস স্বর্ণের বার জব্দ
আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ০৭ সেপ্টেম্বর লবণচরা থানা পুলিশের একটি টিম কর্তৃক অত্র থানাধীন রুপসা ব্রীজ হইতে জিরোপয়েন্টগামী সড়ক সংলগ্ন খুলনা টেক্সটাইল ইন্সটিটিউট এর সামনে পাঁকা রাস্তার উপর স্পিড ব্রেকার এর পাশে নিয়মিত চেকপোস্ট ডিউটিকালে গোপন সংবাদে জানতে পারেন যে, ঢাকা হইতে আগত একটি পরিবহনে অবৈধ মাদকদ্রব্য ইয়াবার বড় চালান খুলনায় প্রবেশ করবে।
উপরোক্ত সংবাদের চেকপোস্ট ডিউটিকালে রাত্র অনুমান ১০.৩০ ঘটিকার সময় ঢাকা হতে আগত খুলনা-সাতক্ষীরাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস পরিবহন রাস্তার স্পিড ব্রেকারে দাড়ালে উক্ত সংবাদের সত্যতা যাচায়ের জন্য পরিবহনে উঠেন। গাড়ীর ভিতরে পুলিশ দেখে গাড়ী থেকে আনুমানিক ৪৫ বছর বয়স্ক অজ্ঞাতানামা এক পুরুষ নেমে আসে। গাড়ীর বাহিরে রাস্তায় দাড়িয়ে থাকা এএসআই এমদাদুল হক উক্ত ব্যাক্তিকে ডাক দেন এবং তার কাছে অবৈধ কিছু আছে কি না সেটা জানতে চান এবং তার দিকে অগ্রসর হন।
এমনসময় উক্ত লোকটি তার পকেটে থাকা একটি শপিংব্যাগ বের করেন। এএসআই এমদাদুল হক উক্ত লোকের হাতে থাকা শপিং ব্যাগের ভিতরে দেখার জন্য অগ্রসর হইলে লোকটি হঠাৎ তার হাতে থাকা শপিং ব্যাগ রাস্তায় ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। লবনচরা থানা পুলিশের উক্ত টিম পলাতক ব্যক্তির ফেলে যাওয়া উক্ত শপিং ব্যাগ সংগ্রহ করেন এবং উক্ত শপিং ব্যাগের উপরে বারিরা ফ্যাশন হাউস সহ অনেক কিছু লেখা এবং বাগ্যের মধ্যে রক্ষিত কালো টেপে মোড়ানো অবস্থায় ০৪(চার) পিস স্বর্ণের বার পান।
চেকপোস্টে দায়িত্বরত অফিসার ফোর্স এবং থানার মোবাইল ডিউটিরত অফিসার ফোর্স রাস্তার আশেপাশে থাকা ঝোপঝাড়, ধানের ক্ষেত সহ সর্বত্র খোঁজাখুঁজি করিয়া উক্ত পলাতক ব্যক্তিকে আটক করার জন্য চেষ্টা করেন, কিন্তু অন্ধকার রাত ও বৃষ্টি হওয়ায় উক্ত লোকটিকে খুজে পাওয়া সম্ভব হয়নি। পলাতক ব্যাক্তিকে গ্রেফতারের চেষ্টকালে ঘটনাস্থলে দাড়িয়ে থাকা টুঙ্গীপাড়া এক্সপ্রেস পরিবহনটি ঘটনাস্থল থেকে চলে যায়।
চেকপোস্টে দায়িত্বরত অফিসার বিষয়টি ডেপুটি পুলিশ কমিশনার( দক্ষিণ বিভাগ) মহোদয় অবগত করিলে ডেপুটি পুলিশ কমিশনার( দক্ষিণ বিভাগ) মহোদয় এবং অত্র থানার অফিসার ইনচার্জ সাহেব ঘটনাস্থলে উপস্থিত হইয়া ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং সাক্ষীদের সম্মুখে চেকপোস্টে ডিউটিরত অফিসারের কাছে থাকা ডিজিটাল পরিমাপক যন্ত্রের সাহায্যে পরিমাপ করে ০৪(চার) পিস স্বর্নের বার পরিত্যক্ত আলামত সম্পত্তি হিসেবে জব্দ করেন এবং পুলিশ হেফাজতে গ্রহণ করেন। জব্দকৃ ০৪(চার) পিস স্বর্নের বারের ওজন ৪৭৪ গ্রাম, যাহার মূল্য অনুমান ৪২,৬৬,০০০(বিয়াল্লিশ লক্ষ্য ছেষট্টি হাজার) টাকা । স্বর্নের বার বহনকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহন এবং পলাতক আসামী সনাক্তকরণের পুলিশি অভিযান অব্যাহত আছে। প্রকৃত অপরাধী সনাক্তকরণের মাধ্যমে এই ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি’র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ৯ সেপ্টেম্বর শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।