কুয়েটের ইআইএএ প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

0
68

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” (ইআইএএ) প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটি’র (পিআইসি) সভা অনুষ্ঠিত হয়েছে।

০৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. সোবহান মিয়া, সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ জহুরুল ইসলাম, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের উপ-প্রধান নাজিয়া ইসলাম, কার্যক্রম বিভাগের উপ-প্রধান ড. লায়লা আখতার ও শিক্ষা বিভাগের উপ-প্রধান নাহিদ উল মোস্তাক, বাস্তবায়ন পরিবীক্ষন ও মূল্যায়ন বিভাগের উপ-পরিচালক ড. মোঃ মাহমুদুল হাসান, ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূইয়া, অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলাম, উপ-পরিচালক রোকসানা লায়লা, কুয়েটের প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশীদ, তত্ত¡াবধায়ক প্রকৌশলী জি এম মাহফুজুর রহমান, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রতিনিধিবৃন্দ চলমান প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং উন্নয়ন কাজের বর্তমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।