পা পিছলে সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর

0
104

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধায় পা পিছলে সেপটিক ট্যাংকে পড়ে আরমান মিয়া (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপর ২টার দিকে সদর উপজেলার কুপতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরমান পৌরশহরের মাতৃসদন এলাকায় তার খালা বিনা বেগমের সঙ্গে থাকতেন।

গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দলের সদস্য নাসিম রেজা জানান, দুপুরে স্থানীয় শামসুজ্জোহা নামে জনৈক ব্যক্তির বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করছিলেন আরমান। এ সময় পা পিছলে তিনি ট্যাংকের গভীর গর্তে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৩টার দিকে আরমানের মরদেহ উদ্ধার করা হয়।

কুপতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।