একাদশে প্রথম ধাপে কলেজ পায়নি ৪৫ হাজার শিক্ষার্থী

0
138

একাদশ শ্রেণিতে বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় ভর্তির জন্য প্রথম ধাপের ফল প্রকাশ হয়েছে। আবেদনকারী ১৩ লাখ শিক্ষার্থীর মধ্যে ভর্তির জন্য কলেজ পেয়েছেন ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী। সে হিসাবে আবেদন করেও কলেজ পাননি ৪৫ হাজার ১৮৩ জন। আর জিপিএ ফাইভ পেয়েও কলেজ পাননি ৮ হাজার ৫৫৮ জন।

বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। তবে কলেজ না পাওয়া শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় পুনরায় আবেদন করতে পারবেন। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন শুরু হবে বৃহস্পতিবার। ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চায়ন করা যাবে। এই সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত না করলে ফল বাতিল হয়ে যাবে। সে ক্ষেত্রে তাদেরকে পরে নতুন করে আবেদন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীকে ৩৩৫ টাকা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, প্রথম ধাপে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে অবশ্যই ৭ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে তাদের নিশ্চায়ন করতে হবে। এর মধ্যে নিশ্চায়ন না করলে তার আবেদন বাতিল হয়ে যাবে এবং তিনি মাইগ্রেশন থেকে বঞ্চিত হবেন।

ভর্তির জন্য দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর। প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা। ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। আর ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে। ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

প্রসঙ্গত, একাদশে ভর্তিতে প্রথম ধাপে আবেদন করেছিলেন ১৩ লাখ ৬ হাজার ৯৮০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পুনর্নিরীক্ষণের পর পাস করা শিক্ষার্থীরাও রয়েছেন। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন।