মিয়ানমারে ফটোসাংবাদিকের ২০ বছরের জেল

0
110

মিয়ানমারে সাই জ্য থাই নামের এক ফটোসাংবাদিককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। আজ বুধবার (০৬ সেপ্টেম্বর) তাকে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে ২০২১ সালের অভ্যুত্থানের পর দেশটিতে প্রথম কোনও গণমাধ্যমকর্মী এত দীর্ঘমেয়াদী সাজা পেলেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত মে মাসের শেষের দিকে রাখাইনে ঘূর্ণিঝড় মোচার ক্ষয়ক্ষতি নিয়ে খবর প্রকাশ করেছিলেন সাই জ্য থাই। সে সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ স্পষ্ট নয়।

প্রাথমিকভাবে তাকে চারটি ভিন্ন আইনের অধীনে আইনি পদক্ষেপের মুখোমুখি করা হয়, যার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইন এবং মিয়ানমার দণ্ডবিধির ৫০৫-এ ধারা অন্তর্ভুক্ত ছিল।

মিয়ানমার নাওয়ে ফটোসাংবাদিক হিসেবে কাজ করেন সাই জ্য থাই। সংবাদমাধ্যমটি এক বিবৃতিতে বলেছে, সামরিক পরিষদ সাই জ্য থাইকে ইনসিন কারাগারের ভেতর পরিচালিত আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই সাজা দিয়েছে। এ বিষয়ে জানতে মিয়ানমারের সামরিক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলেও কোনও সাড়া পায়নি রয়টার্স।