প্রথম বলেই সাজঘরে মিরাজ

0
112

পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে নাসিম শাহর প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার মেহেদি হাসান মিরাজ।

আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং অর্ডারে প্রমোশন নিয়ে ওপেনিংয়ে খেলতে নেমে ১১২ রানের অনবদ্য ইনিংস খেলেন মিরাজ। আফগান পরীক্ষায় সফল হওয়ার কারণে পাকিস্তানের বিপক্ষেও তাকে ওপেনিংয়ে নামানো হয়।

এদিন সুবিধা করতে পারেননি জাতীয় দলের এই অলরাউন্ডার। পাকিস্তানের বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দেন মিরাজ। এদিন রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন তিনি। তার বিদায়ে ১.১ ওভারে ০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।