ধামরাই শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির কার্যনির্বাহী সদস্য স্বপন পাল কালা’র পরলোকগমন

0
169

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার চারশত বছরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির কার্যনির্বাহী সদস্য ধামরাই পৌরসভার ২ নং ওয়ার্ডের কায়েতপাড়াস্হ পালপাড়া নিবাসী স্বপন পাল (কালা) (৬০) চিকিৎসাধীন অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার দিবাগত (৪ সেপ্টেম্বর) রাত ১২.৪৫ মিনিটে ইহলোকের সকল মায়া মমতা ত্যাগ করে পরলোকগমন করেছেন (দিব্যান্ লোকান্ স গচ্ছতু)।

মৃত্যু কালে স্ত্রী, দুই মেয়ে,জামাতা,আত্নীয়-স্বজন সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি ধামরাই পৌরসভার ২ নং ওয়ার্ডের পালপাড়া সার্বজনীন শ্রীশ্রী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনরত সহ এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের সহিত যুক্ত ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা সহ প্রয়াতের বিদেহী আত্মার সদগতি শান্তি ও স্বর্গবাস কামনা করে শোক বার্তা দিয়েছেন ধামরাইয়ের চারশত বছরের সুপ্রাচীন ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটি- ,বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি- ধামরাই উপজেলা শাখা , ধামরাই উপজেলা অঙ্গনের শ্রীশ্রী শিব মন্দির পরিচালনা কমিটি, ধামরাই বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটি-, ধামরাই পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ বিভিন্ন সংগঠন।

সোমবার সকালে ধামরাই পৌর মহাশ্নশানে প্রয়াত স্বপন পাল (কালা) এর শবদেহের শেষকৃত্য অন্তেষ্টিক্রিয়া দাহ ক্রিয়াদি সুসম্পন্ন করা হয়েছে।