মিরাজ-শান্তর ফিফটিতে ছুটছে টাইগাররা

0
105

এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিলেন দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ। তবে মাত্র ৩ রানের ব্যবধানে নাঈম ও তিনে নামা তাওহিদ হৃদয় ফিরে গেলে চাপে পড়ে যায় টাইগাররা।

তবে আফগান চাপ সামলে হাল ধরেন মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। এরইমধ্যে ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে ফিফটি তুলে নিয়েছেন মিরাজ। ব্যাক টু ব্যাক ফিফটিতে তুলে নিয়েছেন শান্ত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭১ রান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম পাওয়ার প্লের শেষ বলে ছন্দপতন হয় নাঈম শেখের। মুজিব উর রহমানের বলে বোল্ড হওয়ার আগে ৩২ বলে ৫ চারে ২৮ রান করেন বাঁহাতি ওপেনার নাঈম। পরের ওভারেই তিনে নামা তাওহিদ হৃদয় রানের খাতা খোলার আগেই ফেরেন সাজঘরে। গুলবাদিন নায়িবের বলে স্লিপে ইব্রাহীম জাদরানকে ক্যাচ দেন তিনি।

এশিয়া কাপের প্রথম ম্যাচে হেরে খাদের কিনারায় পৌঁছে গেছে বাংলাদেশ। আজ আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি হয়ে গেছে বাঁচা-মরার লড়াই। আফগানিস্তানের বিপক্ষে আজ জিততেই হবে। হারলেই এশিয়া কাপ শেষ।