ক্রিকেট

একাদশ পরিবর্তন প্রসঙ্গে হাথুরুসিংহে যে বার্তা দিলেন

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে হতাশার তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। প্রাপ্তির সঙ্গে প্রত্যাশার মেলবন্ধন ঘটেনি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— তিন বিভাগেই ব্যর্থতার পরিচয় দিয়ে হেরেছে বাজেভাবে। লঙ্কানদের বিপক্ষে পাঁচ উইকেটের হারকে পেছনে ফেলে বাংলাদেশের সামনে আজ আফগানিস্তান চ্যালেঞ্জ। বাঁচা-মরার লড়াইয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে আজ রোববার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় মাঠে নামবে বাংলাদেশ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শনিবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আমাদের সব মনযোগ এখন এই ম্যাচের (আফগান ম্যাচ) দিকে। ম্যাচটি অবশ্যই জিততে হবে। দুর্ভাগ্যবশত প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। খেলোয়াড়রা নিজেদের মেলে ধরতে পারেনি। তবে, আশা রাখছি আফগানিস্তানের সঙ্গে নিজেদের সেরাটা দিয়েই খেলবে সবাই।’

প্রথম ম্যাচের ব্যর্থতার মাঝে বেশি চোখে পড়েছে ওপেনিংয়ের ব্যর্থতা। একাদশ নির্বাচনে ভুল ছিল কি না তা নিয়েও হয়েছে আলোচনা। স্বাভাবিকভাবেই হাথুরুসিংহের কাছে জানতে চাওয়া হয়েছিল, আফগান ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আসবে কি না? এ নিয়ে তার পরিকল্পনা কী?

সে প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘আমরা মাত্রই এলাম। সত্যি বলতে আমি এখনও উইকেট দেখিনি। উইকেট দেখার পর যদি মনে হয় পিচ কন্ডিশন ভিন্ন, আমরা তখন একাদশে পরিবর্তনের বিষয়ে ভাবব। এখনও যেহেতু উইকেট দেখিনি, তাই কিছু বলতে পারছি না।’

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button