ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে ৫ হাজার তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন

0
889

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পুষ্টি চাহিদা পূরণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে তালবীজ বপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের নেবুতলা, কনেজপুর ও কুমড়াবাড়িয়া খালের ধার দিয়ে শেল্টার সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ও পদ্মা সমাজ কল্যাণ সংস্থা এবং সিডিপির সহযোগীতায় এ তালবীজ বপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

সেসময় শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম, উপ-পরিচালক শাহানুর রেজা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর রোকসানা খাতুন, সিডিপির কো-অর্ডিনেটর হাবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক সাজ্জাদ আহম্মেদ, সামাজিক বনায়ন সমিতির সভাপতি নুরুল ইসলাম, সমাজ সেবক আল-আমিনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

পরিবেশবিদ রোমেনা বেগম জানান, কয়েক দিন ধরে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে, মাঠ, খালের ধারে ৫ হাজার তালবীজ বপন করা হবে।