ধামরাইয়ে ছাত্রী অপহরণের ১৯ দিন পর ফরিদপুর থেকে উদ্ধার
ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই ঢাকা জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী অপহরণের ১৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দশটার দিকে ফরিদপুর জেলা সদর থেকে অপহৃত ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। ধামরাই থানার এসআই রাজু মন্ডলের নেতৃত্বে অপহৃত ওই স্কুল ছাত্রী উদ্ধার হয়েছে। স্কুল ছাত্রী উদ্ধারের ঘটনায় স্বস্তি ফিরে পেয়েছেন অপহৃত ওই স্কুল ছাত্রীর পরিবারের লোকজন।
বৃহস্পতিবার সকালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতলে এবং ২২ ধারায় জবানবন্দী রেকর্ডের জন্য ঢাকাস্থ ধামরাই অফিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে ।
এর আগে এ ঘটনায় তিনজন পুলিশ কর্মকর্তা ওই স্কুল ছাত্রীকে উদ্ধারের নামে সময় ক্ষেপণ করে। সর্বশেষ ধামরাই থানার উপ -পুলিশ পরিদর্শক রাজু মন্ডল দায়িত্ব পেয়ে গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হন। এব্যাপারে ধামরাই থানায় অপহরণকারী দলের মূলহোতা রাহিম ও তার বাবা আলাল হোসেন সহ সাতজনকে আসামি করে একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
অপহৃতা স্কুল ছাত্রীর বাবা ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান বলেন,১১ আগস্ট আমার বাড়ির আঙিনা থেকে অস্ত্রের মুখে অপহরণকারীরা আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।এ ব্যাপারে আমি থানায় অভিযোগ দায়ের করে ধামরাই থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ হারুন অর রশিদের ধারস্হ হলে তিনি রাজু মন্ডল নামে এক এসআইকে আমার মেয়ে উদ্ধারের দায়িত্ব দেন। তিনি মঙ্গলবার রাতে দায়িত্ব পেয়ে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর থেকে আমার মেয়েকে ফরিদপুর এলাকা থেকে উদ্ধার করেন। এ ঘটনায় ধামরাই থানায় অপহরণকারীদের বিরুদ্ধে ধরন ও নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের হয়েছে।
এ ব্যাপারে অপহৃত স্কুলছাত্রী উদ্ধারকারী ধামরাই থানার এস আই রাজু মন্ডল বলেন ভিকটিম উদ্ধার করা হয়েছে ।ধর্ষক ও অপহরণকারীরাও অল্প সময়ের মধ্যেই গ্রেফতার হবে বলে আশা করছি। এ ঘটনায় ধামরাই থানায় একটি অপহরণ ও শিশু নির্যাতন আইনের ৯/১ধারায় একটি মামলা দায়ের হয়েছে।