ঘোড়াঘাটে নানীর লাশ নিয়ে ফেরার পথে নাতির মৃত্যু
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে নানীর লাশ নিয়ে নিজ বাড়ি দিনাজপুরে ফেরার পথে হৃদয় মাহিন আলভি(২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে অ্যাম্বুলেন্সের চালক গুরুতর আহত হয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।
নিহত যুবক হলেন, দিনাজপুর সদরের দক্ষিণ বালুবাড়ী এলাকার মেফতাহুল রহমানের ছেলে। আহত চালক হলেন বরিশাল জেলার গৌরনদী উপজেলার শারিকল গ্রামের আব্দুল মালেকের ছেলে মিঠুন মিয়া (৩২)।
শুক্রবার সকাল সাড়ে ৭ টায় দিকে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের নুরজাহানপুর মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দিনাজপুর গামী একটি লোড ট্রাক পূর্ব থেকেই ওই স্থানে দাঁড়ানো অবস্থায় ছিল। একই রাস্তা দিয়ে দিনাজপুর গামী লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স যার নং ( ঢাকা মেট্রোঃ শ ১৩-১৪৭৪) পিছন থেকে লোড ট্রাকটিকে স- জোরে ধাক্কা দিলে লাশবাহী অ্যাম্বুলেন্সটির সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স চালকের পাশের সিটে থাকা যুবক ও চালক গুরুতর আহত হন।
পরে খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করাতে গিলে দায়িত্বরত চিকিৎসক অ্যাম্বুলেন্সে থাকা যুবক হৃদয় মাহিন আলভি কে মৃত ঘোষনা করেন।
ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ দূঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান নিহত যুবক ঢাকার ল্যাবএইড হাসপাতাল থেকে তার নানীর লাশ নিয়ে নিজ বাড়ি দিনাজপুরে ফিরছিলেন পথিমধ্যে এ দূঘটনা ঘটে। বর্তমানে মরদেহটি পুলিশ হেফাজতে আছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে, তারা আসলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।