চিতলমারীতে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান

0
576

সাগর মন্ডল,চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। চিতলমারী উপজেলা আওয়ামী লীগ, বাগেরহাট বিএমএ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় উপজেলা মিলনায়তনে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় ভার্চুয়ালি এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেণ বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন।

এ সময় শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ইউএনও মোঃ আসমত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, অবনী মোহন বসু, প্রচার সম্পাদক শোয়েল মোল্লা, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ প্রমুখ। দিন ব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেণ সাবেক সিভিল সার্জন ডাঃ অরুণ চন্দ্র মন্ডল, বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ মোশাররফ হোসেন, বাগেরহাট সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ অসীম সমাদ্দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সাইদ নেওয়াজসহ বিশেষজ্ঞ মেডিকেল টিম। ক্যাম্পে গাইনি, মেডিসিন, নিওরো, ডায়েবেটিস রোগসহ বিভিন্ন প্যাথলজিক্যাল সেবা প্রদান করা হয়।