কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার
আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :গত ২৯ আগস্ট মঙ্গলবার রাত অনুমান ০৭ টা ৪৫ মিনিটের সময় লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে উক্ত থানাধীন সিমেন্ট ফ্যাক্টেরী রোড এর পাশে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় অনলাইন জুয়াড়ি ১) দ্বীপ(১৯), পিতা-বিপ্লব সরদার, সাং-বান্দাবাজার, থানা-লবণচরা এবং ২) এনায়েত(৪৫), পিতা-মৃত আলফাজ উদ্দীন চৌধুরী, সাং-বান্দাবাজার, থানা-লবণচরা, খুলনা মহানগরীদ্বয়’কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অনলাইন জুয়াড়িদ্বয়ের বিরুদ্ধে লবণচরা থানার নন এফআইআর নং-১৫০/২০২৩, তারিখ-২৯/০৮/২০২৩ , ধারা-৯৫ কেএমপি অর্ডিন্যান্স দাখিল করা হয়েছে।
অপর একটি ঘটনায় গত ২৯ আগস্ট মঙ্গলবার রাত অনুমান ০৮ টা ৩০ মিনিটের সময় লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন মোল্লাপাড়া ভাজাওয়ালা গলিতে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় অনলাইন জুয়াড়ি ১) হেমায়েত আকন(৩৫), পিতা-আইয়ুব আলী আকন, সাং- হরিণটানা আশিবিঘা, থানা-লবণচরা; ২) সোহেল হাওলাদার(৩৫), পিতা-মৃত: নুর ইসলাম হাওলাদার, সাং-হরিণটানা আশিবিঘা, থানা-লবণচরা এবং ৩) ইমরান লস্কর(৩২), পিতা-মোঃ মনছব লস্কর, সাং-হরিণটানা আশিবিঘা, থানা-লবণচরা, খুলনা মহানগরীদের’কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে লবণচরা থানার নন এফআইআর নং-১৫১/২০২৩, তারিখ-২৯/০৮/২০২৩ , ধারা-৯৫ কেএমপি অর্ডিন্যান্স দাখিল করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি’র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ৩০ আগষ্ট বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।