কেএমপি’র অভিযানে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার

0
77

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৮ আগস্ট সোমবার রাত অনুমান ০৮ টা ১০ মিনিটের সময় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে উক্ত থানাধীন আরামবাগ দীরাজের ভাড়া বাড়িতে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় অনলাইন জুয়াড়ি ১) মোঃ সালাউদ্দিন(৩০), পিতা-মোঃ রুহুল আমিন হাওলাদার, সাং-আরামবাগ, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) দীরাজ গাজী(৩৫), পিতা-মোঃ শহিদুল গাজী, সাং-আরামবাগ, থানা-সোনাডাঙ্গা মডেল; ৩) শফিকুল ইসলাম(৩৩), পিতা-ইয়াহিয়া, সাং-আরামবাগ, থানা-সোনাডাঙ্গা মডেল; ৪) কামরুল ইসলাম(৩৭), পিতা-আশরাফ আলী শেখ, সাং-আরামবাগ, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ৫) মোঃ মনিরুল ইসলাম(৩৮), পিতা-মৃত: নওশেদ বিশ্বাস, সাং-আরামবাগ, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের’কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার নন এফআইআর নং-১৭৪/২০২৩, তারিখ-২৯/০৮/২০২৩ , ধারা-৯৫ কেএমপি অর্ডিন্যান্স দাখিল করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ ( কেএমপি’র ) সদর দপ্তরের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার ( এডিসি , হেডকোয়ার্টার , কেএমপি ) সোনালী সেন ২৯ আগষ্ট মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।