খুলনা

কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে ৬ অনলাইন জুয়াড়ি গ্রেফতার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৭ আগস্ট রবিবার রাত অনুমান ০৭ টা ৪৫ মিনিটের সময় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে উক্ত থানাধীন আল ফারুক মোড়ে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় অনলাইন জুয়াড়ি ১) রুবেল (৩০), পিতা-মোঃ জামাল, সাং-সোনাডাঙ্গা আল ফারুক মোড়, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) মোঃ মামুন শেখ(২৬), পিতা-জলিল শেখ, সাং-আল ফারুক মোড়, থানা-সোনাডাঙ্গা মডেল; ৩) মোঃ আলাউদ্দিন ব্যাপারী(৩৬), পিতা-মৃত: রুস্তম ব্যাপারী, সাং-আইডিয়াল কলেজ গলি; ৪) মোঃ আব্দুল আহাদ(৪৫), পিতা-মৃত: আবুল কাশেম, সাং-আল ফারুক মাদ্রাসা, থানা-সোনাডাঙ্গা মডেল; ৫) মোঃ আসলাম(৫২), পিতা-মৃত: কাদের মৃধা, সাং-আল ফারুক মাদ্রাসার সামেন, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ৬) মোঃ আশিক গাজী(২০), পিতা-ইলিয়াস গাজী, সাং-সোনাডাঙ্গা ২য় আবাসিক, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের’কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার নন এফআইআর নং-১৬৭/২০২৩, তারিখ-২৮/০৮/২০২৩ , ধারা-৯৫ কেএমপি অর্ডিন্যান্স দাখিল করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি’র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ২৮ আগষ্ট সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button