মুন্সিগঞ্জ

শ্রীনগরে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে সড়কের পাশে অবৈধভাবে নির্মাণাধীন পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শ্রীনগর সদর ইউনিয়নের আরধীপাড়া আবু আক্তার নামে এক ব্যক্তি মূল সড়কের নয়নজুলীর জায়গা দখল করে প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন।

সোমবার সকালে স্থানীয় ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. সামাদ ঘটনাস্থলে এসে দেয়াল এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।

অফিস সহকারী আলমগীর হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেন। আরধীপাড়ার রহিম বেপারীর ছেলে আবু আক্তার নয়নজুলীর প্রায় ১৫ মিটার জায়গা দখল করে প্রচীর নির্মাণ করছিল।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button