চলমান আন্দোলন কেউ বন্ধ করতে পারবে না : গয়েশ্বর

0
156

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের চলমান আন্দোলন কেউ বন্ধ করতে পারবে না। মৃত্যুর জন্য চিন্তা করি না। মরণের জন্য যখন রাস্তায় নেমেছি তখন কিসের ভয়।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে নয়াপল্টন থেকে দয়াগঞ্জ পর্যন্ত কালো পতাকা মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির।

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, চোর-ডাকাত ধরা হচ্ছে আপনাদের কাজ। তাদের পাহারা দেওয়ার দায়িত্ব আপনাদের নয়।

গত ২৬ জুলাই রাজধানীর ধোলাইখাল নিজের ওপর হামলার প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র বলেন, আমার ওপর সেই দিন তো বন্দুক ধরেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, মারতে পারেন না। বেঁচে আছি। গুলি করে কী আন্দোলন বন্ধ করতে পেরেছেন?

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।