ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৬

0
131
উল্লাপাড়ায় নারী সহ মাদক মামলায় গ্রেফতার- ২

রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (২৩ আগস্ট) সকাল ৬টা থেকে আজ (২৪ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৫২হাজার ৯৬২ পিস ইয়াবা, ২৪ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৫১ গ্রাম হেরোইন, ৩ বোতল ফেনসিডিল, ১৩ বোতল দেশি মদ ও ৪০ টি ইনজেকশন জব্দ করা হয়। গ্রেফতার ৫৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮ টি মামলা করা হয়েছে।