চাঁদের মাটিতে ভারতের চন্দ্রযান, উচ্ছ্বাস প্রকাশ করে যা বলেন মোদী

0
145

ভারতের মহাকাশযান চন্দ্র-৩ এর ল্যান্ডার বিক্রম চন্দ্রপৃষ্ঠে নেমেছে। এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণ করে ইতিহাস গড়েছে ভারত।

দক্ষিণ আফ্রিকায় বসে এটা অবলোকন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘টিম চন্দ্রযানকে, বিজ্ঞানীদের আমার শুভেচ্ছা। তারা এই মুহূর্তটির জন্য বছরের পর বছর ধরে পরিশ্রম করেছেন। ১৪০ কোটি দেশবাসীকে শুভেচ্ছা। ভারতের উদয়মান ভাগ্যের আহ্বান এই মুহূর্তেৃ। অমৃতকালের আহ্বান। অন্তরীক্ষে নতুন ভারতের উদয়। আমি এখন দক্ষিণ আফ্রিকায়। দেশবাসীর সঙ্গে সঙ্গে আমার মনও এখানেই ছিল।’

নরেন্দ্র মোদী আরও বলেন, এই সাফল্য ভারতের একার নয়।

ইতিহাসের সাক্ষী থাাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চাঁদে বিক্রম পা রাখার পর জাতীয় পতাকা নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। তার পর ভাষণ দিতে শুরু করেন।