ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

0
88

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের নারী ও শিশুদের নিয়ে বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ১৪০ জন নারী ও শিশু রোগীর মাঝে বিনামূল্যে ঔষধ ও স্যানিটারি ন্যাপকিন (প্যাড) বিতরন করা হয়।

সোমবার উপজেলার হরিপাড়া কমিউনিটি ক্লিনিকে গ্রাম বিকাশ কেন্দ্রের ডুগডুগীহাট প্রসপারিটি প্রকল্পের আয়োজনে ও টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) মোঃ মেহেদী হাসানের সার্বিক তত্তাবধানে এ ক্যাম্পের উদ্বোধন করেন, প্রকল্প সমন্বয়কারী মোঃ ফিরোজ আহমেদ।

ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, ডাঃ সিফাত-ই-রহমত উল্লাহ। এ সময় ক্লিনিকের সিএইচসিপি মোছাঃ রিক্তা পারভীন, প্রকল্পের শাখা ব্যবস্থাপক মোঃ ফরিদুল ইসলাম, সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) মোছাঃ মেমী, জীবিকায়ন আব্দুর রাজ্জাকসহ ক্লিনিকের পরিবার কল্যান সহকারী ও পরিদর্শীকা উপস্থিত ছিলেন।