সোমবার দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী

0
103
ফাইল ছবি।

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী সোমবার (২১ আগস্ট) জোহানেসবার্গের উদ্দেশে দেশ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণাল‌য় আয়ো‌জিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

২২ আগস্ট থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বৃহত্তম পাঁচ দেশের অর্থনৈতিক জোট-ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু হবে। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ বিশ্ব নেতারা যোগ দিচ্ছেন।

জানা গেছে, সম্মেলনের সাইড লাইনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে।

ব্রিকস জোটে যোগ দেওয়ার জন্য বাংলাদেশকে ইতোমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশও এই জোটে যোগ দিতে আগ্রহী।