পলাশবাড়ীতে ২ কেজি গাঁজা জব্দ, গ্রেফতার ৩

0
130
উল্লাপাড়ায় নারী সহ মাদক মামলায় গ্রেফতার- ২

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী পৃথক দুটি পরিবহন থেকে ২ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৮ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন।

এর আগে, ওইদিন বিকেলের দিকে পলাশবাড়ী পৌরসভার বাঁশকাটার ব্র্যাক মোড়ের পূর্ব পাশে রংপুর-ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেশমবাড়ী গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার স্ত্রী মায়া খাতুন (৪২), পাবনার সাঁথিয়া উপজেলার দোলাউড়ি গ্রামের সাইদুল মীরের ছেলে আশরাফুল মীর (২৩) ও লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল চৌপতি গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে আব্দুল আজিজ (২২)।

ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ওইস্থানে মীম ঐশী নামের যাত্রীবাহী বাস তল্লাশি করে ধৃত মায়া ও আশরাফুলের কাছ থেকে দেড় কেজি ও অটোরিকশা যাত্রী আজিজুলের কাছ থেকে ৫০০ গ্রাম শুকনো গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।